এশিয়ান কাপ বাছাই তুর্কমেনিস্তানের সঙ্গে ভালো খেলেও শেষ পর্যন্ত হারের হতাশা বাংলাদেশেরড্রয়ের আশা জাগিয়েও শেষ পর্যন্ত পারল না বাংলাদেশ। তুর্কমেনিস্তানের কাছে হেরে গেল ২-১ গোলে। এই হার বাংলাদেশের জন্য হতাশার। ভালো খেলেও ফসল ঘরে তুলতে না পারার আক্ষেপেরও।বাহরাইনের বিপক্ষে প্রথমার্ধে বাংলাদেশ প্রায় কোণঠাসা ছিল। কিন্তু আজ তুর্কমেনিস্তান বিপক্ষে ভিন্ন ছবি। আজ আর নিচে নেমে রক্ষণ নয়। পড়িমরি করে কোনোরকমে বল ক্লিয়ার করার তাড়াহুড়োও নেই। আজ তুলনামূলক ওপরে উঠে খেলার দিন।
প্রতিপক্ষ পোস্টে শট নেওয়ার দিন৫৪ ধাপ এগিয়ে থাকা প্রতিপক্ষের অ্যাটাকিং থার্ডে এসে পাস খেলার দিন। রক্ষণকে চিন্তায় ফেলার দিন। গোল খেয়ে দ্রুত গোল শোধ করার দিনও। কিন্তু শেষ দিকে অরক্ষিত রক্ষণ দ্বিতীয় গোলটা হজম করে দলকে ঠেলে দিয়েছে পরাজয়ের দিকেস্কোরলাইন একপাশে রেখে বলতেই হয়, আজ ইতিবাচক ফুটবল দেখা গেছে বাংলাদেশের ফুটবলারদের পায়ে। সমস্যা হয়েছে শুরুতে নিজেদের ওপর চাপ নিয়ে প্রতিপক্ষকে গোটা চারেক কর্নার দিয়ে ফেলা। পঞ্চম মিনিট থেকে অষ্টম মিনিটে টানা তিনটি কর্নার পেয়েছে তুর্কমেনিস্তান। তা থেকেই গোল হয়ে যায়। বক্সের ভেতর থেকে কোনাকুনি গড়ানো শটে ১-০ করেন ফরোয়ার্ড আনাদুরদায়েভ। অথচ এই গোলের জন্য তুর্কমেনিস্তানকে ঘাম ঝরাতে হয়নি। ভাঙতে হয়নি বাংলাদেশের রক্ষণ।গোল খেয়ে ৪ মিনিটের মধ্যে যেভাবে ১-১ করেছে বাংলাদেশ, প্রতিপক্ষ বার্তাটা পেয়ে গেছে, 'সাবধান।' বাঁ দিক থেকে বিশ্বনাথের লম্বা থ্রো থেকে পোস্টে হেড করেন রাকিব। সেই বল তুর্কমেনিস্তানের গোলকিপার ফেরালেও ফিরতি বল বাতাসেই ছিল। প্রায় গোললাইনের কাছে দাঁড়ানো ইব্রাহিম হেডে বল জালে পাঠান।হাভিয়ের কাবরেরার অধীনে পঞ্চম ম্যাচে এসে আজ প্রথম গোলের দেখা পেয়েছে বাংলাদেশ। এর আগের চার ম্যাচের ফল মালদ্বীপ ০-২, মঙ্গোলিয়া ০-০, ইন্দোনেশিয়া ০-০ এবং বাহরাইন ০-২।