মুক্তিযোদ্ধা-শিক্ষক-সাংবাদিকদের জন্য ২০ শতাংশ ছাড়।sainiktvnews

মুক্তিযোদ্ধা-শিক্ষক-সাংবাদিকদের জন্য ২০ শতাংশ ছাড়



 মুক্তিযোদ্ধা-শিক্ষক-সাংবাদিকদের জন্য ২০ শতাংশ ছাড় দিচ্ছে গোপালগঞ্জের ফ্যাশন ফিটবীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক, চিকিৎসক, নার্স, প্রশাসনিক কর্মকর্তা, ব্যাংকার জন্য বিশেষ ছাড় দিচ্ছে 'ফ্যাশন ফিট'। এর মধ্যে বীর মুক্তিযোদ্ধারা পাবেন ২০ শতাংশ ছাড়। বাকি পেশাজীবিরা পাবেন ১৯ শতাংশ।


গোপালগঞ্জের কোটালিপাড়ার বাসিন্দা উজ্জ্বল দাস তার দোকানের সকল জুতা, বেল্ট, মানিব্যাগসহ সব পণ্যে এই ছাড় ঘোষণা করেছেন। শহরের ঘাঘর বাজারে তার দোকাউজ্জ্বল জানান, তিনি স্বাধীনতা যুদ্ধ দেখেননি। তবে পড়াশোনা এবং স্থানীয় মুক্তিযোদ্ধাদের মুখে শুনেছেন পাকিস্তানিদের নারকীয়াতার ইতিহাস। জেনেছেন, মহান মুক্তিযোদ্ধারা লড়েছেন পাক সেনাদের বিরুদ্ধে। তাই মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান দেখাতে তার দোকানের সকল জুতায় ২০ শতাংশ ছাড় ঘোষণা করেছেন তিনি।


উজ্জ্বল বলেন, আজ আমরা স্বাধীন। স্বাধীনভাবে ব্যবসা করি। আমি ছোট মানুষ। আমার সাধ্যও খুব কম। কিন্তু এই দেশের প্রতি আমারও তো কিছু দায়িত্ব আছে। হয়ত তা করতে পারি না। কিন্তু এদেশটা আমাদেরকে যারা উপহার দিল, সেই মহান মুক্তিযোদ্ধাদের প্রতি আমার শ্রদ্ধা চিরদিনের। তাই নিজের জায়গা থেকে তাদের জন্য ছোট একটা উপহার দিচ্ছি।


তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বীর মুক্তিযোদ্ধাদের জন্য অনেক সুবিধা দিয়েছেন। এ দেশের একজন নাগরিক হিসেবে আমাদেরও কিছু দায়িত্ব আছে। আমরা যে যার জায়গা থেকে বীর মুক্তিযোদ্ধাদের সম্মান জানানো উচিত বলে আমি মনে করি। আজকের স্বাধীন দেশ তো তাদেরই হাত ধরে।


উজ্জ্বল বলেন, শিক্ষকরা দেশ গড়ার কারিগর, সাংবাদিকরা জাতির বিবেক। চিকিৎসকরা এই করোনাকালে তাদের জীবনের মায়া ত্যাগ করে মানুষের সেবা করেছেন। প্রশাসনের কর্মকর্তারা দেশকে সামনে এগিয়ে নিতে কাজ করে যাচ্ছেন। তাদের প্রতি আমি শ্রদ্ধাশীল। আর সেই শ্রদ্ধা থেকে নিজের জায়গা থেকে একটু সম্মান দেখানোর চেষ্টা করে যাচ্ছি।


এর আগে ২০২০ সালেও করোনার সম্মুখসারির যোদ্ধাদের জন্য ১৫ শতাংশ ছাড় দিয়েছিলেন তিনি।ন।

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম