পিরোজপুর মুক্তিযোদ্ধাদের অনশন। পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার গেজেটভুক্ত ৫৪ বীর মুক্তিযোদ্ধা যাচাই-বাছাইয়ে বাদ পড়েছেন। ভাতাসহ সব সুযোগ-সুবিধা বন্ধ হয়ে গেলে অসহায় হয়ে পড়ে এসব পরিবার। এতে বাদ পড়া মুক্তিযোদ্ধারা মঙ্গলবার ভান্ডারিয়া শহীদ মিনারে অনশনের ডাক দেন।
ভান্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রশাসক সীমা রানী ধর, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়জুর রশিদ খসরু, মুক্তিযোদ্ধা চিসান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো: এহসাম হাওলাদারসহ কয়েকজন বীর মুক্তিযোদ্ধা অনশনস্থলে উপস্থিত হয়ে অনশন ভাঙেন। তাদের পানি ও জুস দিয়ে সহযোগিতার প্রতিশ্রুতি দিয়ে তারা বাড়ি ফিরে যান।
বীর মুক্তিযোদ্ধা আলী বাহাদুর জানান, গত ২১ জুন বাদপাড়া মুক্তিযোদ্ধা উপজেলা ধাওয়া ইউনিয়নের মাহামুদুর রহমান বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে একটি রিট আবেদন করেন এবং হাইকোর্টকে ৪ সপ্তাহের মধ্যে জবাব দিতে বলেন। এ প্রেক্ষাপটে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের নির্দেশে চলতি বছর ভান্ডারিয়া উপজেলায় ১০৪ জন মুক্তিযোদ্ধাকে গেজেট করা হয়েছে। এর মধ্যে থেকে নির্বাচিত হয়েছেন ৫৪ জন মুক্তিযোদ্ধা।
সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার খান এনায়েত করিম বলেন, গেজেটের আওতায় ৫৪ জন মুক্তিযোদ্ধাকে অন্যায়ভাবে বাদ দেওয়া হয়েছে।
মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির সভাপতি গোলাম মোস্তফা বাচ্চু হাওলাদার বলেন, আমরা প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা কেন্দ্রে পাঠিয়েছি। বরখাস্তদের আপিল করার সুযোগ থাকে। অনশন মিটিং মিটিংয়ে যোগ দেওয়ার সুযোগ নেই।
ভান্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রশাসক সীমা রানী ধর জানান, হাইকোর্টের রুল এখনো আসেনি। অনশনের বিষয়ে তিনি বলেন, তারা মূলত বয়স্ক মানুষ, তাই তাদের অনুরোধে অনশন ভেঙেছি।