মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের কর্তৃক বাস্তবায়নাধীন "অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মান " শীর্ষক প্রকল্পের আওতায় সারা দেশে যে সকল অসচ্ছল বীর মুক্তিযোদ্ধা বীর নিবাস পাচ্ছে, তাদের নাম ঠিকানা সহ বিস্তারিত মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইট প্রকাশ করা হয়ে থাকে।প্রকাশিত বীর নিবাসের তালিকা অনেক খুজে পায় না অথবা অন্যর উপর নির্ভভ করে খুজ নিতে হয়।আজ আমি আপনাদের এমন সহজ একটি উপায় জানাবো যার মাধ্যমে আপনি চাইলে নিজে যে কোন মূহুর্তে এই তালিকা দেখে নিতে পারেন।
বীর নিবাস তালিকা দেখার সহজ উপায়?
অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের প্রকাশিত বীর নিবাস তালিকা দেখার জন্য আপনার হাতে থাকা মোবাইল, ল্যাপটপ কিংবা কম্পিউটার যে কোন ব্রাউজার ওপেন করে সার্চ বারে লেখবেন www.molwa.gov.bd এর ইন্টার পেইজ করলে আপনেকে সরাসরি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইট নিয়ে আসা হবে।একটু স্ক্রুল করে নিচে দিকে আসলে দেখে পাবেন বীর মুক্তিযোদ্ধা এর নিচে যে টি দেখতে পাবেন ( বীর মুক্তিযোদ্ধা/পরিবারের অনুকূলে আবাসন বরাদ্দের প্রশাসনিক অনুমোদন) এখানে ক্লিক করুন নতুন ভাবে আপনাকে অন্য একটি পেইজ নিয়ে আসা হবে।অথবা এখানে ক্লিক করুন এবার এখান থেকে আপনি যে জেলার বীর নিবাসের তালিকা দ্রখতে চান প্রথমে সিলেকশন করুন।এর পর পাশে থাকা ডাউনলোড অপশনে ক্লিক করুন। আপনারা পছন্দের জায়গাতে ডাউনলোড সম্পূর্ণ করে।এবার পিডিএফ ফাইল ওপেন করে বিস্তারিত দেখে নিন।