মুক্তিযোদ্ধার সন্তানদের আরও ঐক্যবদ্ধ থাকতে হবে: শাজাহান খান। মুক্তিযুদ্ধবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শাজাহান খান বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে মুক্তিযোদ্ধার সন্তানদের একসঙ্গে কাজ করতে হবে। যুদ্ধের সময় তার বাবা ও চাচারা অস্ত্র হাতে শত্রুর সাথে যুদ্ধ করে দেশ স্বাধীন করেন। এখন তাদের সন্তানদের ঐক্যবদ্ধ হয়ে মেধার সাথে লড়াই করতে হবে।
গত বৃহস্পতিবার বিএমএ অডিটোরিয়ামে বাংলাদেশ বীর মুক্তিযোদ্ধা ইশান কমান্ড কেন্দ্রীয় কমিটির আয়োজনে ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কমিটির আহ্বায়ক মোঃ মিজানুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) হেলাল মোর্শেদ খান বীর বিক্রম, মাহবুব উদ্দিন আহমদ বীর বিক্রম, আবুল বাশার, লায়ন এবিএম সুলতান আহমেদ, এম এ রাজ্জাক, ওসমান আলী এবং যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আলহাজ্ব আমীর। . হোসেন মোল্লাসহ বিভিন্ন ইউনিটের নেতারা।
শাজাহান খান বলেন, বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে অস্ত্র হাতে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। তবে এখন অস্ত্রের যুদ্ধ নয়, বুদ্ধির প্রয়োজন। প্রতিটি মুক্তিযোদ্ধার সন্তানকে ঐক্যবদ্ধ হয়ে মেধা নিয়ে লড়াই করতে হবে। সে জন্য শেখ হাসিনার নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।