শারুখ খান সাধারণ মানুষের ছদ্মবেশে মক্কায় ওমরাহ পালন করেছেন বলিউড তারকারা

 কাজের প্রতি নিষ্ঠা থাকা সত্ত্বেও বলিউড বাদশা শাহরুখ খান লাইমলাইটে রয়েছেন।


সৌদি আরবের মরুদ্যানে সিনেমার শুটিং শেষ করতেই সরাসরি মক্কায় চলে যান কিং খান। সেখানে রাজাকে নিয়ম মেনে ধর্মীয় আচার-অনুষ্ঠানে অংশ নিতে দেখা যায়।

শারুখ খান সাধারণ মানুষের ছদ্মবেশে মক্কায় ওমরাহ পালন করেছেন বলিউড তারকারা
ছবি ঃ সংগৃহীত 

নায়ক নয়, সাধারণ মানুষের ছদ্মবেশে মক্কায় ওমরাহ পালন করেছেন বলিউড তারকারা। শ্যুটিং টিম সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে, আর ভক্তদের আগ্রহ তুঙ্গে। প্রিয় অভিনেতাকে ভিন্ন রূপে দেখে মুগ্ধ তার ভক্তরা। জানা গেছে, বর্তমানে কিং খানের হাতে তিনটি সিনেমা রয়েছে। 'পাঠাও', 'ডানকি', 'জওয়ান'।


 নতুন বছরে মুক্তি পাবে পাঠান। কাজ প্রায় শেষ। শাহরুখ খান, রাজকুমার হিরানি ও জিও স্টুডিওর প্রযোজনায় ‘ডানকি’ ছবির শুটিং চলছিল মরুভূমিতে। আপাতত সেটাও শেষ। গত বুধবার এক ভিডিও বার্তায় শুটিং শেষের ঘোষণা দেন শাহরুখ। তিনি বলেন, "সৌদিতে ডানকির শুটিং শেষ করার পর, আমি খুব স্বস্তি বোধ করছি। ভালো লাগছে ধন্যবাদ রাজু স্যার এবং পুরো টিমকে। আমাদের স্বাগত জানানোর জন্য এবং দুর্দান্ত লোকেশনে শুটিং করার অনুমতি দেওয়ার জন্য সৌদি সংস্কৃতি মন্ত্রণালয়কে বিশেষ ধন্যবাদ। আমি আছি। অভিভূত'

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম