হাট ইজারা নিয়ে বিরোধ, প্রতিপক্ষ ভাঙলো মুক্তিযোদ্ধার পা
নড়াইলে হাটের ইজারা নিয়ে বিরোধের জেরে আকবর শেখ নামে (৬০) এক মুক্তিযোদ্ধার দুই পা ভেঙে দেয়াসহ দুই জনকে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরাবৃহস্পতিবার (২৫ মে) সকালে লোহাগড়া উপজেলার লাহুড়িয়া হাটে এ ঘটনা ঘটে। আহত মুক্তিযোদ্ধাকে নড়াইল সদর হাসপাতাল থেকে যশোর সিএমএইচএ স্থানান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের হয়েছে। মুক্তিযোদ্ধা আকবর শেখ লাহুড়িয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।
পুলিশ ও স্থানীয়রা জানান, লাহুড়িয়া হাটের ইজারা গ্রহণ নিয়ে লাহুড়িয়া ডহরপাড়া গ্রামের মো. আইয়ুব হোসেনের সঙ্গে একই এলাকার মশিউর রহমান টুকু, শিপন, তারিকুল, তারিকসহ অন্যান্যদের বিরোধ চলছিল।
বিরোধের একপর্যায়ে আইয়ুব হোসেনের পক্ষে আকবর শেখ ও নিলু মিয়া বৃহস্পতিবার হাট থেকে খাজনা আদায়ের সময় তাদের প্রতিপক্ষ মশিউর রহমান টুকু, শিপন, তারিকুলের নেতৃত্বে হামলার শিকার হন। হামলায় আকবর শেখের দুই পা ভেঙে যাওয়াসহ দুজনই শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান।
তাদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নেয়া হলে সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে আকবর শেখকে উন্নত চিকিৎসার জন্য যশোর সিএমএইচএ নেয়া হয়।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দীন জানান, এ ঘটনায় ১৭ জনের নাম মামলা দায়ের হয়েছে। আসামিদের ধরতে অভিযান চলছে।