ফেনীতে একমুক্তিযোদ্ধার মৃত্যুর পরজালিয়াতি করে মুক্তিযোদ্ধাদের তালিকায় তার জায়গায় অর্ন্তভুক্ত হয়েসুযোগ-সুবিধা ভোগ করছেঅন্যজন।
এমন অভিযোগ উঠেছে ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের মুক্তিযোদ্ধা মো রবিউল হকের বিরুদ্ধে।স্থানীয় মুক্তিযোদ্ধারা বলছেন মুক্তিযোদ্ধা রফিক আহমেদের জায়গায় নিজের নাম তালিকাভুক্ত করেছেন রবিউল হক। যদিও তিনি অভিযোগ মানতে নারাজ। তাইপ্রকৃত মুক্তিযোদ্ধা কে, তা যাছাই-বাছাই করা হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।
একাত্তরে পাকিস্তানি হানাদার বাহিনীর হাত থেকে দেশ রক্ষায় ঝাঁপিয়ে পড়েছিলেন ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের সন্তান রফিক আহমেদ। ফেনীর ২ নং সেক্টর কমান্ডার জাফর ইমামের অধীনে যুদ্ধ করতে গিয়ে আহতও হয়েছিলেন তিনি।মুক্তিযোদ্ধা হিসেবে ভারতের করা তালিকায় ২৯৪৬৭ সিরিয়ালে নাম রয়েছে তার।
দুই হাজার সাত সালে বীর মুক্তিযোদ্ধা রফিক আহমেদ মারা যান। পরে মুক্তিযোদ্ধাদের তালিকা করার সময় মো. রবিউল হক নামে একজনতালিকায়রফিক আহমেদের জায়গায় নিজেকে মুক্তিযোদ্ধা হিসেবে অন্তর্ভুক্ত করেছে বলে অভিযোগ রফিক আহমেদের পরিবারের।ঘটনার প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন প্রয়াতের স্ত্রী।
শর্শদী ইউনিয়নের স্থানীয় বীর মুক্তিযোদ্ধারাও বলছেন মুক্তিযুদ্ধে সরাসরি অংশ নিয়েছিলেন রফিক আহমেদ।
তবে অভিযুক্ত রবিউল হক নিজেকে মুক্তিযোদ্ধা দাবি করে নথিপত্র দেখার কথা বললেন।
ঘটনাটি নজরে আসায় যাচাই-বাছাই করে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসকআবু সেলিম মাহামুদুল হাসান।