আগামী ১৭ জুন চট্টগ্রাম বিভাগের মুক্তিযোদ্ধাদের মহা সমাবেশ উপলক্ষে এক প্রস্তুতি সভা গত ১২ জুন অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব করেন যুদ্ধকালীন কমান্ডার মহিউদ্দিন রাশেদ।
প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আবুল হাশেম। সভায় আগামী ১৭ জুনের মহাসমাবেশ সফল করার লক্ষ্যে মুক্তিযোদ্ধা সম্বলিত সংসদ সমন্বয় পরিষদের ব্যানারে ঐক্যবদ্ধভাবে মহাসমাবেশে যোগ দেওয়ার জন্য সিদ্ধান্ত গৃহীত হয়। প্রধান অতিথি বলেন, আমরা যদি সম্মিলিতভাবে অপশক্তির মোকাবেলা করতে না পারি ভবিষ্যতে আমাদের সন্তানেরা ও জাতি গভীর সংকটে নিমজ্জিত হবে। সভাপতি আগামী ১৭ জুন মহাসমাবেশে যোগদানের জন্য সকল মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তানদেরকে উপস্থিত থাকার আহ্বান জানান। এতে বক্তব্য রাখেন এম এ বশর, এম এন ইসলাম, নির্মল চন্দ্র নাথ, চৌধুরী মাহবুব, নৌ কমান্ডার জিলানী, মো. হোসেন, ডা. মো. শাহ আলম ভুঁইয়া, এমদাদুল হক চৌধুরী, মো. ইউসুফ প্রমুখ।
সূত্র দৈনিক আজাদি
