পাইকগাছা পৌর সদরের বীর মুক্তিযোদ্ধা এ্যাডঃ স ম ইউসুফ আলী সড়কের উদ্বোধন করেছেন সংসদ সদস্য আলহাজ আক্তারুজ্জামান বাবু।তিনি শুক্রবার জুম্মাবাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা মডেল মসজিদ সংলগ্ন উপজেলা পরিষদের অভ্যন্তরিন সড়কের উদ্বোধন করেন।সমাজ উন্নয়ন ও মহান মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্মরূপ সড়কটির নামকরণ করা হয় বীর মুক্তিযোদ্ধা এ্যাডঃ স ম ইউসুফ আলী সড়ক। উপজেলা মডেল মসজিদ নির্মাণকল্পে সড়কটি দীর্ঘদিন বন্ধ ছিল। এ সড়ক দিয়ে উপজেলা পরিষদের প্রধান ফটক, সিনেমা হলের সামনে থেকে, হাসপাতাল মোড় থেকে ও কৃষি অফিস এবং কোর্টের সামনে থেকে যাতায়াতের জন্য সংযোগ রয়েছে। সড়কটি বন্ধ থাকায় দীর্ঘদিন যাতায়াতে এলাকাবাসীর চরম দুর্ভোগ হয়।
![]() |
ছবি সংগৃহীত |
অবশেষে স্থানীয় সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, মেয়র এবং প্যানেল মেয়রের প্রচেষ্টায় নতুন সংযোগ সড়ক নির্মাণ পূর্বক পূর্বের সড়কটি জনসাধারণের যাতায়াতের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এর ফলে সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এলাকাবাসী।
আরও পড়ুন আমলাদের চক্রান্তেই মুক্তিযোদ্ধা কোটার অপমৃত্যু ঘটেছে
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, মেয়র সেলিম জাহাঙ্গীর, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, প্যানেল মেয়র শেখ মাহাবুবর রহমান রনজু, মুক্তিযোদ্ধা স ম ইউসুফ এর ছেলে ও কৃষি ব্যাংকের ব্যবস্থাপক হাদিসুজ্জামান, শিশু বিশেষজ্ঞ চিকিৎসক আলহাজ¦ ডাঃ মুহাম্মদ কওসার আলী গাজী, অধ্যক্ষ বাবলুর রহমান, সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম, কাউন্সিলর এসএম তৈয়েবুর রহমান, কবিতা দাশ, সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জিএম বাবলুর রহমান, মাওঃ শামছুদ্দীন আহম্মেদ, প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, যুবলীগনেতা এমএম আজিজুল হাকিম, আকরামুল ইসলাম, শেখ রাজু আহম্মেদ, কেষ্টপদ মন্ডল, শফিকুল ইসলাম মোড়ল, নাজমা কামাল, জুলি শেখ, সাবেক কাউন্সিলর আব্দুল আজিজ, নূরুজ্জামান টিটু ও ছাত্রলীগনেতা রায়হান পারভেজ রনি।