বীর মুক্তিযোদ্ধা ভোগান্তি ৫ বছরেও পাসপোর্ট ফেরত পাননি


 ৫ বছরেও পাসপোর্ট ফেরত পাননি বীর মুক্তিযোদ্ধা।নড়াইল আঞ্চলিক পাসপোর্ট অফিসে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। আর্থিক সুবিধা না পেয়ে কালিয়া মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার মাকলুকার চৌধুরীর পাসপোর্ট সংশ্লিষ্টরা নবায়ন করে প্রায় পাঁচ বছরেও ফেরত দেননি। সংশ্লিষ্টদের এ ইচ্ছাকৃত অবহেলা ও হয়রানির কারণে নড়াইলের বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে চরম ক্ষোভের মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

বীর মুক্তিযোদ্ধা ভোগান্তি  ৫ বছরেও পাসপোর্ট ফেরত পাননি


বীর মুক্তিযোদ্ধা মাকলুকার চৌধুরীর অভিযোগে জানা যায়, তার পাসপোর্টের মেয়াদ শেষ হওয়ার কারণে নবায়ন করার জন্য যথারীতি সব নিয়ম-কানুন মেনে গত ২০১৮ সালের ২ এপ্রিল নড়াইল আঞ্চলিক পাসপোর্ট অফিসে জমা দেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ২১ দিন পর অর্থাৎ ২০১৮ সালের ২৩ এপ্রিল পাসপোর্টটি ডেলিভারি দেওয়ার দিন ধার্য করেন।মুক্তিযোদ্ধা মাকলুকার চৌধুরী নির্ধারিত দিনে নড়াইল আঞ্চলিক পাসপোর্ট অফিসে গিয়ে দেখতে পান তার পাসপোর্ট বইয়ের ভিতরে অনেকগুলো পাতা ছেঁড়া। ওই মুক্তিযোদ্ধা বিষয়টি নড়াইলের পাসপোর্ট অফিসের যথাযথ কর্তৃপক্ষের নজরে আনেন। তখন তারা পাসপোর্টটি ঠিক করে পরে ডেলিভারি দেওয়া হবে বলে তাকে জানান।


কিন্তু পরবর্তীতে একাধিকবার ওই পাসপোর্ট অফিসে গিয়ে তার পাসপোর্টটি ফেরত দিতে অনুরোধ করলেও অদ্যাবধি তাকে পাসপোর্টটি দেওয়া হয়নি। তিনি বহুবার নড়াইলসহ ঢাকার আগারগাঁও পাসপোর্ট অফিসে তার পাসপোর্টের জন্য ধরনা দিয়েও কোনো লাভ হয়নি।ভুক্তভোগী বীর মুক্তিযোদ্ধা মাকলুকার চৌধুরী যুগান্তরকে বলেন, আমি একজন ওপেন হার্ট সার্জারির অসুস্থ রোগী। পাসপোর্ট ডেলিভারি না দেওয়ার কারণে ভিসা নিয়ে ভারতে চিকিৎসার জন্য যেতে পারছি না। আমি আর্থিক সুবিধা দিতে না পারায় প্রায় গত ছয় বছর অতিবাহিত হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমার পাসপোর্টটি ফেরত দিচ্ছেন না। বরং বিভিন্ন অজুহাত দেখিয়ে আমাকে হয়রানি করছেন। পাসপোর্ট অফিসের যারা অনিয়ম ও দুর্নীতির সঙ্গে যুক্ত তদন্ত করে তাদের আইনের আওতায় আনার জন্য আমি জোর দাবি জানাচ্ছি। পাশাপাশি আমার পাসপোর্টটি যাতে দ্রুত ফেরত পেতে পারি তার জন্য যথাযথ কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছি।এ প্রসঙ্গে নড়াইল আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলম বুধবার দুপুরে যুগান্তরকে মোবাইল ফোনে জানান, পাসপোর্টধারী ব্যক্তিকে অফিসের সঙ্গে যোগাযোগ করতে বলেন। বিষয়টি জেনে ব্যবস্থা নেব।

সূত্র যুগান্তর 

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম