বীর মুক্তিযোদ্ধা নূর উজ জামান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল খেলা

 

ঢাকার ধামরাইয়ে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা নূর উজ জামান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৩ এর ২য় সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এ খেলায় কালামপুর বাজার বণিক সমিতি একাদশকে ১-০ গোলের ব্যবধানে হারিয়ে বিজয়ী হয়েছেন সোহেল খান একাদশ।


শনিবার বিকাল ৩টার দিকে উপজেলার যাদবপুর ইউনিয়নের যাদবপুর বি. এম. স্কুল এন্ড কলেজের খেলার মাঠে ম্যাচটি অনুষ্ঠিত হয়। মাঠের চারপাশে ফুটবল প্রেমী হাজার হাজার দর্শকের উপস্থিতিতে মাঠটি কানায় কানায় ভরে যাযাদবপুর ইউপি সদস্য মো. নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমেনা নূর ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-২০ ধামরাই আসনে আওয়ামী লীগের দলীয় নৌকা প্রতীকে মনোনয়ন প্রত্যাশী বীর মুক্তিযোদ্ধা সিআইপি আহম্মদ আল জামান।

বীর মুক্তিযোদ্ধা নূর উজ জামান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল খেলা


ম্যাচটি পরিচালনা করেন বাফুফের রেফারি মোহাম্মদ শেখ ফরিদ। পুরো ম্যাচ জুড়ে ও মধুর ধারা বিবরণী দেন বাফুফের করুন ধারাভাষ্যকার সোহাগ বাবু।বীর মুক্তিযোদ্ধা নূর উজ জামান স্মৃতি ফুটবল টুর্নামেন্টে যাদবপুর চিরসবুজ ফুটবল একাডেমি এবং সোহেল খান একাদশ ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছে। ফাইনাল ম্যাচে প্রাইজ মানি হিসাবে বিজয়ী দল পাবেন নগদ দেড় লাখ টাকা এবং রানার্স আপ দল পাবেন এক লাখ টাকা।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ধামরাই উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক পীরজাদা সৈয়দ বেনজীর আহমেদ মুকুল, ঢাকা জেলা পরিষদের সাবেক সদস্য ও ধামরাই উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মো. খাইরুল ইসলাম, ধামরাই পৌর যুবলীগের সভাপতি মো. আমিনুর রহমান নবযুগ কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. আলম কবির, যুবলীগ নেতা মো. জাকারিয়া দিপু, কুশুরা ইউনিয়ন যুবলীগের ১নং যুগ্ম আহবায়ক জাহিদুল ইসলাম জাহিদ প্রমুখ।

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম