নিউজিল্যান্ডের বিপক্ষে হার্দিক পান্ডিয়াকে পাচ্ছে না ভারত।
বাংলাদেশের বিপক্ষে ম্যাচে ইনজুরির শিকার হন হার্দিক পান্ডিয়া। রান ঠেকাতে গিয়ে গোড়ালিতে আঘাত পান তিনি। কিছুক্ষণ শুশ্রুষা করার পর মাঠ থেকে বের হয়ে যেতে বাধ্য হন তিনি। যে কারণে আজ নিউজিল্যান্ডের বিপক্ষে হার্দিক পান্ডিয়াকে পাচ্ছে না ভারত।
ধারণা করা হচ্ছিল, পান্ডিয়ার জায়গা নিতে পারেন সূর্যকুমার যাদব কিংবা ইশান কিশান। কিন্তু ভারতীয় দল এখন যেন হাসপাতালে পরিণত হয়েছে। পান্ডিয়ার পরিবর্তে যার খেলার কথা, সেই সূর্যকুমার যাদব কবজিতে চোট পেয়েছেন। তিনি না হলে খেলার কথা ইশান কিশানের। কিন্তু দুর্ভাগ্য পিছু তাড়া করছে তাদের। ইশান কিশানের মাথায় মৌমাছি কামড় বসিয়ে দিয়েছে। যার ফলে তিনিও অনিশ্চিত হয়ে পড়েছেন নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে।এদিকে ইনজুরিতে পড়েছেন রবিন্দ্র জাদেজাও। সব মিলিয়ে করুণ এক সমস্যায় পড়ে গেছে স্বাগতিক ভারত। নিউজিল্যান্ডের বিপক্ষে আজ একাদশ গঠন করতেই মহাঝামেলায় পড়তে হবে ভারতকে।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামার আগে শনিবার সন্ধ্যায় ধর্মশালার মাঠে অনুশীলন করছিলেন সূর্যকুমার যাদব। থ্রো-ডাউন বিশেষজ্ঞ রঘু রাঘবেন্দ্রের বিরুদ্ধে খেলছিলেন তিনি। ওই সময়ই একটি বল লাফিয়ে তার কব্জিতে লাগে। সঙ্গে সঙ্গে কবজি চেপে ধরে মাঠে থেকে বের হয়ে যান সূর্য। তার চোটের জায়গায় আইসপ্যাক লাগানো হয়। সূর্যকে দেখে বোঝা যাচ্ছিল, ভালোই যন্ত্রণা হচ্ছে। তিনি আর অনুশীলন করতে পারেননি।অন্যদিকে অনুশীলনের মাঝেই ইশানের মাথায় একটি মৌমাছি কামড়ে দেয়। সঙ্গে সঙ্গে মোবাইলের আলো জ্বালিয়ে তার মাথা পরীক্ষা করা হয়। সেখানে ওষুধ লাগানো হয়। ইশানকে দেখা যায়, মাথায় হাত দিয়ে রেখেছেন। বোঝা যাচ্ছিল, যন্ত্রণা হচ্ছে। তিনিও আর অনুশীলন করেননি।
আজ মুখোুমখি হচ্ছে স্বাগতিক ভারত ও গত আসরের রানার্স আপ নিউজিল্যান্ড।
বাংলাদেশের বিরুদ্ধে বল করতে গিয়ে পায়ে চোট পেয়েছেন হার্দিক। ম্যাচে আর বল বা ব্যাট করেননি তিনি। তার চোট স্ক্যান করে দেখা হয়েছে। প্রথমে চেষ্টা করা হয়েছিল, নিউজিল্যান্ডের বিরুদ্ধে তাকে খেলানোর। কিন্তু সুস্থ হয়ে উঠতে পারেননি তিনি। বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট একাডেমিতে পাঠানো হয়েছে তাকে। পরিবর্তে সূর্যকুমারের খেলার বড় সম্ভাবনা ছিল। কিন্তু কবজির চোটের পরে তিনি খেলতে পারেন কি না সেটাই দেখার।রবিন্দ্র জাদেজাও হালকা ইনজুরিতে পড়েছেন। ভারতীয় এক সংবাদমাধ্যম বলছে, অনুশীলনে ব্যাট করার সময় হালকা অস্বস্তিবোধ করছেন জাদেজা। ভারতীয় মেডিকেল টিমের এক সদস্যকে উদ্ধৃত করে এ খবর জানিয়েছে ভারতীয় ওই মিডিয়া। তবে তিনি একই সঙ্গে জানিয়ে দিয়েছেন রোববার জাদেজার খেলা নিয়ে কোনো সংশয় নেই।
সূত্র জাগোনিউজ২৪