বীর মুক্তিযোদ্ধার সন্তানসহ আরো তিন ভাইয়ের বিরুদ্ধে মিথ্যা মামলা।

 

বীর মুক্তিযোদ্ধার সন্তানসহ আরো তিন ভাইয়ের বিরুদ্ধে মিথ্যা মামলা।


কুষ্টিয়ার দৌলতপুরে মিথ্যা মামলার অভিযোগে দৌলতপুর উপজেলা বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা সন্তান ও প্রজন্ম সংসদের ব্যানারে মানববন্ধন হয়েছে। বুধবার (১৮ অক্টোবর) বেলা ১১টার দিকে দৌলতপুর উপজেলা বাজারের প্রধান সড়কে এ মানববন্ধন হয়। বীর মুক্তিযোদ্ধা কাউছার আলী বিশ্বাস এর সন্তান রকিবুল হাসান রাজনসহ তার আরো তিন ভাইয়ের বিরুদ্ধে এ মামলা করা হয়।

বীর মুক্তিযোদ্ধার সন্তানসহ আরো তিন ভাইয়ের বিরুদ্ধে মিথ্যা মামলা।

ভুয়া মুক্তিযোদ্ধা গ্রেফতার।মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণা

মানববন্ধনে বক্তরা বলেন, গত ১৩ অক্টোবর উপজেলার হোগলবাড়ীয়া ইউনিয়নের বিসিকে বাজারে ওই এলাকার প্রভাবশালী নূরে সলেমানের লোকজন মসজিদে নামাজ পড়াকে কেন্দ্র করে খোরশেদ আলমের বাড়িতে সংঘর্ষে লিপ্ত হয়। পরে আসবাবপত্র ভাঙ্গচুর ও লুটপাটসহ খোরশেদ ও তার ছেলে ইমরানকে মারাত্বকভাবে আহত করে। এ সময় বীর মুক্তিযোদ্ধা কাউছার আলী বিশ্বাস এর ছেলে ও খোরশেদ আলমের জামায় রকিবুল হাসান রাজন ঘটনাস্থলে উপস্থিত হলে নূরে সলেমানের লোকজন ঘটনাস্থল থেকে রাজনকে টেনে হিঁচড়ে বিসিকে বাজারে নিয়ে মারধর করে। পরে পুলিশ আহত অবস্থায় তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে পুলিশে সলেমানের লোকজনের নিকট থেকে অবৈধ সুবিধা নিয়ে ঘটনাটির সুষ্ঠ তদন্ত না করে রাজনকেই উল্টো মিথ্যে মামলা দিয়ে, তাকে প্রধান আসামি করে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করেছেন বলেও অভিযোগ করেন বক্তারা। এ ঘটনায় রাজনের অপর তিনভাইসহ মোট আট জনের নামে উক্ত মামলায় আসামি করা হয়।

বীর মুক্তিযোদ্ধার কবরের উপর দিয়ে ড্রেন ও রাস্তা নির্মাণের অভিযোগ

এ সময় মানববন্ধনে বক্তব্য দেন, বীর মুক্তিযোদ্ধা আসমত মাষ্টার, হযরত আলী, আজিম উদ্দিন, চাঁন মহাম্মদ, নিজাম উদ্দিন, কাউছার আলী বিশ্বাস, দৌলতপুর মুক্তিযোদ্ধার সন্তান সংসদের সহ-সভাপতি সাইদুল ইসলাম ও মুক্তিযোদ্ধার সন্তান প্রজন্ম সংসদের সাধারণ সম্পাদক আহসান হাবিব লেলিন প্রমূখ।

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম