বাতিলকৃত ২৭৮ জন মুক্তিযোদ্ধা গেজেট প্রকাশ

 sainik tv।। সৈনিক টিভি 

বাতিলকৃত ২৭৮ জন মুক্তিযোদ্ধা গেজেট প্রকাশ 

 

জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল এর ৭৫ তম সভার সিদ্ধান্ত মোতাবেক দেশের ৩৮ জেলায় ২৭৮ জন বাতিলকৃত সেনাবাহিনী গেজেট প্রকাশিত হল গত ০৪/১০/২০২১ তারিখে বাংলাদেশ গেজেট অতিরিক্ত সংখ্যা কৃর্তৃপক্ষ কর্তৃক। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় গেজেট অধিশাখয় প্রজ্ঞাপন অনুযায়ী।

ফেনী জেলায়  তিন জন, ব্রাহ্মণবাড়ীয়া তের জন,নোয়াখালী জেলায় বার জন,চাঁদপুর জেলায় আট জন,সিরাজগঞ্জ জেলায় ষোল জন,বগুড়া জেলায় আট জন,রাজশাহী জেলায় পাঁচ জন,সাতক্ষীরা জেলায় চ য় জন,নড়াইল জেলায় চয় জন,চুয়াডাঙ্গা জেলায় পাঁচ জন,কুষ্টিয়া জেলায় চয় জন,মাগুড়া জেলায় সতেরো জন,খুলনা জেলায় তেইশ জন,বাগেরহাট জেলায় চৌদ্দ জন,নীলফামারীর জেলায় চার জন,বরিশাল জেলায় ছাব্বিশ জন,ময়মনসিংহ জেলায় আট জন,টাংগাইল জেলায় সাত জন,শরিয়তপুর জেলায় চার জন,মানিকগঞ্জ জেলায় পাঁচ জন,ঢাকা জেলায় বার জন,মাদারীপুর জেলায় সাত জন,গোপালগঞ্জ জেলায় ২৫ জন,ফরিদপুর জেলায় নয় জন এবাং তিন জন করে রয়েছে নঁওগা,যশোর ও পটুয়াখালী জেলায় এই ছাড়া ও কুমিল্লা, চট্টগ্রাম, গাইবান্ধা, জামালপুর, কিশোরগঞ্জ, পাবনা ও বরগুনা  জেলায় যথারিতি দুই জন করে সেনাবাহিনী গেজেট বাতিল সহ ঝিনাইদহ, দিনাজপুর, ঝালকাঠি,সিলেট জেলায় এক জন করে সেনাবাহিনী গেজেট বাতিল হয়েছে।





















নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম