দেশের ২৫৮ উপজেলায় বকেয়া থাকা মুক্তিযোদ্ধা উৎসব ভাতা ছাড়করণ।

 Sainik tv।। সৈনিক টিভি 

দেশের ২৫৮ উপজেলায় বকেয়া থাকা মুক্তিযোদ্ধা উৎসব ভাতা ছাড়করণ।

যে সকল সন্মানিত বীর মুক্তিযোদ্ধা উৎসব ভাতা বকেয়া ছিল তাদের মধ্যে দেশের ২৫৮ উপজেলায় ১৫৯২ জন ভাতাভোগীর অনুকূলে প্রযোজ্য উৎসব বোনাস আর্থিক মঞ্জুরি জ্ঞাপন করা হয়েছে।

মুক্তিযোদ্ধা উৎসব ভাতা


চলিত ২০২১ -২০২২ অর্থ বছর বাজেট মুক্তিযোদ্ধা
জন্য উৎসব ভাতা কার্যক্রম কল্যাণ অনুদান খাতে বরাদ্দকৃত (চারশত চুয়াল্লিশ কোটি নয় লক্ষ) টাকা হইতে সন্মানিত বীর মুক্তিযোদ্ধাদের পূণাংগ তথ্য সম্বলিত (mis)এর ভিত্তিতে (G2p)পদব্দিতে(EFT) প্রক্রিয়া মাধ্যমে সন্মানিত বীর মুক্তিযোদ্ধাদের জন্য
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় হতে গত ০৬/১০/২০২১ তারিখে এক টি নোটিশ জারি করা হয়।বকেয়া থাকা ১৫৯২ জন সন্মানিত বীর মুক্তিযোদ্ধা অনুকূলে ১,২২,৭৭,৫২৩ (এক কোটি বাইশ লক্ষ সাতাত্তর হাজার পাঁচশত তেইশ) টাকা আর্থিক ছাড়করণ হয়েছে।

যে সকল বীর মুক্তিযোদ্ধা জীবিত রয়েছে তাহারা ১০,০০০/-(দশ হাজার) টাকা হারে পাবেন।অন্য দিকে যে সকল বীর মুক্তিযোদ্ধা মৃত তাহাদের ওয়ারিশ গন মুক্তিযোদ্ধা সন্মানি ভাতা বিতরণ আদেশ ২০২০ এর অনুচ্ছেদ ৮ এর শর্ত অনুযায়ী মৃত মুক্তিযোদ্ধার জন্য বরাদ্দকৃত উৎসব ভাতা ১০,০০০/-(দশ হাজার) টাকা আনুপাতিক অংশ প্রাপ্য হবেন।

তবে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট এর আওতাধীন শহীদ,যুদ্ধহত ও খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাগন এই বরাদ্দ পত্রের আওতায় প্রদত্ত ভাতা প্রাপ্য হবেন না যেহেতু বীর মুক্তিযোদ্ধা সন্মানি ভাতা বিতরণ আদেশ ২০২০ অনুযায়ী এই সন্মানি ভাতা প্রদান করা হচ্ছে।




নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম