স্বাধীনতা দিবসের শোভাযাত্রায় জিয়াউর রহমানের নামে স্লোগান

 ###


স্বাধীনতা দিবসের শোভাযাত্রায় জিয়াউর রহমানের নামে স্লোগান

রবিবার (২৭ মার্চ) বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের এক জরুরি সভায় তাকে সাময়িক বরখাস্ত এবং ৭ দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। পাশাপাশি এ ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। হাসিবুর রহমান তালা উপজেলার খেশরা ইউনিয়নের ডুমুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক।




গত ২৬ মার্চ সকাল সাড়ে ৮টায় বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে মহান স্বাধীনতা দিবসের শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রার এক অংশে হাসিবুর রহমান বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের নামে স্লোগান দেন। শোভাযাত্রা শেষে তাৎক্ষণিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিষয়টির প্রতিবাদ জানালে শিক্ষক হাসিবুর সবার কাছে ক্ষমা প্রার্থনা করেন। শোভাযাত্রায় দেওয়া ওই স্লোগানের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এটা নিয়ে বিভিন্ন মহলে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।


এ বিষয়ে শিক্ষক হাসিবুর রহমান বলেন, ‘কাজটি করা আমার ভুল হয়েছে। এ জন্য আমি সবার কাছে ক্ষমা চেয়েছি।’


বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাকির হোসেন বলেন, ‘বিষয়টি নিয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

তালা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আতিয়ার রহমান বলেন, ‘তদন্ত কমিটির দেওয়া প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


 সূত্র ঃ ইত্তেফাক ২৮ মার্চ 

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম