সোনালী ব্যাংক লিমিটেড ও মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের মধ্যে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা প্রদানের লক্ষে সেবা সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
![]() |
ছবি ঃ সংগৃহীত |
আজ বৃহস্পতিবার মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের সভা কক্ষে অনুষ্ঠিত চুক্তিতে সোনালী ব্যাংক লিমিটেডের পক্ষে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নিরঞ্জন চন্দ্র দেবনাথ এবং মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের পক্ষে অতিরিক্ত সচিব রঞ্জিত কুমার দাস এতে স্বাক্ষর করেন।
এ সময় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের যুগ্ন সচিব মো. মোফাজ্জল হোসেন ও যুগ্ম সচিব শাহানা সারমিন, সোনালী ব্যাংকের গভর্নমেন্ট একাউন্টস ও সাভির্সেস ডিভিশনের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. মজিবর রহমান, ডেপুটি জেনারেল ম্যানেজার মো. জহিরুল ইসলামসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সুত্রঃ কালের কন্ঠ ২৮ এপ্রিল ২০২২।