বিএনপি নেতা ইশরাক হোসেন গ্রেফতার

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে গ্রেফতার করা হয়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে লিফলেট বিতরণের সময় মতিঝিল থেকে আজ বুধবার সকালে তাকে গ্রেফতার করা হয়। ইশরাকের ব্যক্তিগত একান্ত সচিব সুজন মাহমুদ গণমাধ্যমকে জানান, মতিঝিল এলাকায় লিফলেট বিতরণ করার সময় তাকে গ্রেফতার করা হয়েছে। জাতীয় শ্রমিক দল এই কর্মসূচির আয়োজন করেছিল।ঘটনাস্থল থেকে পুলিশ তাকে তুলে নেয়। উল্লেখ্য, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের গত নির্বাচনে মেয়র পদে নির্বাচন করেছিলেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। তিনি অবিভক্ত ঢাকার সাবেক মেয়র বিএনপির প্রয়াত ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার ছেলে।
নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম