গোয়াইনঘাটে ৭১-এর গণকবর সংরক্ষণের দাবিতে মানববন্ধন।sainiktvnews

 মুক্তিযোদ্ধা সংবাদ

গোয়াইনঘাটে ৭১-এর গণকবর সংরক্ষণের দাবিতে মানববন্ধন
ছবিঃসংগৃহীত

গোয়াইনঘাটে ৭১-এর গণকবর সংরক্ষণের দাবিতে মানববন্ধন।


 সিলেটের গোয়াইনঘাটের বিভিন্ন স্থানে থাকা ১৯৭১ সালের গণকবর সংরক্ষণের দাবিতে মানববন্ধন হয়েছে। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের উদ্যোগে মঙ্গলবার দুপুরে গোয়াইনঘাট উপজেলা শহিদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচি পালিত হয়।উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল হকের সভাপতিত্বে মানববন্ধন প্রধান অতিথি ছিলেন সিলেট জেলা মুক্তিযুদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার ও পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ লুৎফুর রহমান লেবু।বিশেষ অতিথি ছিলেন-বীর মুক্তিযোদ্ধা আবদুল মালিক, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি কামাল হোসেন, সহ-সভাপতি কামাল আহমদ, সাংগঠনিক সম্পাদক শাহিন আহমদ, শেখ ফরিদ, হাবিল আহমদ, বিলাল উদ্দিন, জামাল উদ্দিন, জিয়াউর রহমান, দেলোয়ার হোসেন, চান মিয়া, ময়ূর আহমদ ও মিনহাজ উদ্দিন। মানববন্ধনে বক্তারা বলেন, গোয়াইনঘাট উপজেলায় ৮৩৪ জন মুক্তিযোদ্ধা রয়েছেন। ১৯৭১ সালে জীবনবাজি রেখে যুদ্ধ করে এ দেশের স্বাধীনতা সংগ্রামে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তারা। উপজেলার বিভিন্ন এলাকায় অসংখ্য মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারকে গুলি করে হত্যা করেছে পাক হানাদার বাহিনী। কয়েকটি এলাকায় শহিদ মুক্তিযোদ্ধাদের গণকবর সংরক্ষিত হলেও উপজেলা সদরের গোয়াইনঘাট সেতুসংলগ্ন নদীর পূর্বপাড়ে পূর্ণানগর গ্রামের রাজ্জাকের বাড়ির সামনে মুক্তিযোদ্ধাদের গণকবর আজও সংরক্ষণ করা হয়নি। গণকবর সংরক্ষণের জন্য তারা সরকারের কাছে দাবি জানান।


সূত্রঃযুগান্তর ৭ জুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম