নীলফামারীর মুক্তিযোদ্ধাদের সংবাদ সম্মেলন। sainiktvnews

 নীলফামারীর মুক্তিযোদ্ধাদের সংবাদ সম্মেলন। সংবাদ সম্মেলন করেছেন নীলফামারীর ছয় উপজেলার সাবেক কমান্ডার ও বীর মুক্তিযোদ্ধারা। আজ মঙ্গলবার (২১ জুন) দুপুর ১২টায় জেলা সদরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সম্মেলন কক্ষে ডোমার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ডোমার উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক।

নীলফামারীর মুক্তিযোদ্ধাদের সংবাদ সম্মেলন।

লিখিত বক্তব্য পাঠ করেন সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শহিদুল ইসলাম। বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত উপসচিব আমিনুল হক, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক আহবায়ক আব্দুল জলিল, ডোমার উপজেলা কমান্ডার সাবেক কমান্ডার নুরনবী, ডিমলা উপজেলা কমান্ডের সাবেক কমান্ডার শামসুল হক, সৈয়দপুর উপজেলা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার শামসুল হক প্রমুখ।


বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম বলেন, বঙ্গবন্ধুর আহ্বানে আমরা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে দীর্ঘ ৯ মাস পর দেশ স্বাধীন করতে পেরেছি। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের বিভিন্ন ভাতা দিচ্ছেন। রাজাকারপুত্র তোফায়েল আহমেদ মুক্তিযোদ্ধাদের অপমান করার সাহস কোথায় পেলেন? ডোমারের বীর মুক্তিযোদ্ধা নূর নবীর অভিযোগ, তিনি ডোমার উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদের কুখ্যাত যুদ্ধাপরাধীর ছেলে এবং তিনি নিজে ফ্রিডম পার্টির ডোমারের সমন্বয়ক ছিলেন। মুলক আচরণ করে এবং অপমান করে। একপর্যায়ে বীর মুক্তিযোদ্ধারা মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বর্জন করে চলে যান।


তিনি বলেন, ঘটনাটি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নজরে আনা হয়েছে। এ বিষয়ে এখনই সিদ্ধান্ত না নিলে ১৬ ডিসেম্বর আবারও রাজাকারপুত্ররা জাতীয় পতাকা উত্তোলন করলে আমরা তা মেনে নেব না। এ ছাড়া অনুষ্ঠান বর্জন করে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করব।

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম