মুক্তিযোদ্ধাদের লাভের অংশ খায় ভবন নির্মাতা প্রতিষ্ঠান।sainiktvnews

মুক্তিযোদ্ধাদের লাভের অংশ খায় ভবন নির্মাতা প্রতিষ্ঠান।

 মুক্তিযোদ্ধাদের লাভের অংশ খায় ভবন নির্মাতা প্রতিষ্ঠান। এক যুগের বেশি সময় ধরে, অনেকটা অযত্নে অবহেলায় পড়ে আছে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের মালিকানাধীন গুলিস্তান শপিং কমপ্লেক্স।

২০০১ সালে নির্মাতা প্রতিষ্ঠান দ্য ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ার্স লিমিটেডের সঙ্গে একটি চুক্তি হয়। ৫ বছরে শীতাতপ নিয়ন্ত্রিত ২০ তলা আধুনিক শপিং কমপ্লেক্স নির্মাণ হওয়ার কথা। যা শেষ হয়নি দুই দশকেও।

চুক্তিটি অদ্ভুত। যার জমি, সেই মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট, শপিং কমপ্লেক্সে দোকান বা ফ্লোর, কিছুই পাবে না। সবই বিক্রি করে টাকা নিয়ে যাবে নির্মাতা প্রতিষ্ঠান। আর জমির মালিক দোকানদের কাছ থেকে পাবে শুধু জমির ভাড়া।

নির্মাতা প্রতিষ্ঠানের মালিক এএসএম আলাউদ্দিন ভূঁইয়া। ২০০৭ সালে দুর্নীতির অভিযোগ ওঠায়, কাজ শেষ না করেই লাপাত্তা হয়ে যান। তার আগেই, ভবনের ফ্লোর বিক্রি করেন, কোটি কোটি টাকায়।

ডেভেলপার প্রতিষ্ঠানটির বিরুদ্ধে দুইশো কোটি টাকার বেশি ক্ষতিপূরণের মামলা করে, মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট। মামলাটির কি পরিণতি, তা নিয়ে আছে ধোঁয়াশা। দুপক্ষেরই দাবি, মিটমাট হয়েছে।

ক্ষতিপূরণ দূরের কথা, ১৮ বছর পর, সম্প্রতি সেই প্রতিষ্ঠানের সঙ্গেই আবারো চুক্তি করেছে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট। কী আছে নতুন চুক্তিতে, জানাতে রাজি নন ট্রাস্টের কর্মকর্তারা। নির্মাতা প্রতিষ্ঠান অবশ্য দাবি করছে, চুক্তি হয়েছে সব নিয়ম মেনেই।

শতকোটি টাকা মূল্যের এই সম্পত্তি থেকে প্রতি মাসে দুই কোটি টাকা আয় হওয়ার কথা ছিল ট্রাস্টের। বর্তমানে ভাড়া হিসেবে আসে ১০-১২ লাখ টাকা।

এখন নির্মাতা প্রতিষ্ঠান নতুন করে বাকি কাজে হাত দিয়েছে। তবে কাজ শুরুর আগে, কোনো নোটিশ ছাড়াই ভেঙে দিয়েছে ভবনের দশম তলায় থাকা ব্যবসায়ীদের অফিস, দোকান। এতে ক্ষুব্ধ ব্যবসায়ীরা।

সূত্রঃনাগরিক.কম

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম