বীর মুক্তিযোদ্ধাদের কটাক্ষ করে ফেসবুকে পোস্ট দেয়া নীলফামারীর সৈয়দপুরের যুবলীগের আহ্বায়ক দিলনেওয়াজ খানের বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় শহীদ পরিবার ও মুক্তিযোদ্ধারা।
বুধবার (৩০ নভেম্বর) সকালে মুক্তিযোদ্ধা স্বাধীনতা ভবনের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন পালন করা হয়।
![]() |
ছবিঃসংগৃহীত |
এতে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা শামসুল হক। এ সময় আরও উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহসিনুল হক মহসিন, ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সহসভাপতি রুহুল আলম মাস্টার, বীর মুক্তিযোদ্ধা সালাউদ্দিন বেগ, বীর মুক্তিযোদ্ধা ইউনুস আলি, বীর মুক্তিযোদ্ধা এ কে এম ফজলু হক, বীর মুক্তিযোদ্ধা মোনায়মুল হক, আওয়ামী লীগ নেতা মোতালেব হোসেন হক, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম বাবু, শেখ সোহাগসহ অনেকে।বক্তারা বলেন, সৈয়দপুর যুবলীগের আহ্বায়ক দিলনেওয়াজ খানের ফেসবুক আইডি থেকে পোস্ট দেয়া হয়–‘শহীদ ও মুক্তিযোদ্ধারা শয়তান। তাদেরকে পিঁপড়ার মতো কচলে মারা হবে।’এমন নিন্দনীয় ও জঘন্য পোস্ট দেখে সৈয়দপুরের শহীদ সন্তান ও মুক্তিযোদ্ধারা ক্ষেপে ওঠেন। পরে ওই পোস্টদাতার বিচার চেয়ে সৈয়দপুর থানায় অভিযোগ করেন তারা। তাকে গ্রেফতার চেয়ে করেন সংবাদ সম্মেলন। এতে কোনো প্রকার ফল না আসায় তারা মানববন্ধন করেন।
মানববন্ধনে যুবলীগের আহ্বায়ক দিলনেওয়াজ খানকে অবাঞ্ছিত ঘোষণা করেন মুক্তিযোদ্ধারা। তার সব ধরনের কাজ প্রতিহত করা হবে বলেও হুঁশিয়ারিও দেয়া হয়।