বগুড়ার ধুনট পৌর এলাকায় অহনা জামান (৩৮) নামের দুই সন্তানের জননী এক গৃহবধূর বিরুদ্ধে তার বিধবা শাশুড়িকে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় নির্যাতনের শিকার শাশুড়ি পারুল বেওয়া (৬৫) বাদী হয়ে থানায় লিখিত এ অভিযোগ করেছেন।
আজ শুক্রবার দুপুরের পর ধুনট থানার এসআই আব্দুল খালেক এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘অভিযোগটি থানার সাধারণ ডায়েরি হিসেবে রেকর্ড করে তদন্তকাজ অব্যাহত রাখা হয়েছে। এ অভিযোগের সত্যতা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।অভিযোগ সূত্রে জানা যায়, পারুল বেওয়া ধুনট পৌর এলাকায় অফিসারপাড়ার প্রয়াত বীর মুক্তিযোদ্ধা শাহাদৎ জামান তোতার স্ত্রী। তার ছেলে পাভেলের সাথে প্রায় ১৩ বছর আগে অহনা জামানের বিয়ে হয়। তাদের দাম্পত্য জীবনে দুটি কন্যাসন্তানের জন্ম হয়। অহনা জামান শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলা সদরের আকতারুজ্জামানের মেয়ে।২০১৫ সালের ৯ জানুয়ারি পাভেল তার স্ত্রী ও সন্তানদের বাড়িতে রেখে নিখোঁজ হন। আজ পর্যন্ত তার কোনো সন্ধান করতে পারেননি পরিবারের লোকজন।
এ অবস্থায় অহনা জামান ও তার শাশুড়ি একই পরিবারভুক্ত ছিলেন। দীর্ঘদিন ধরে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে শাশুড়িকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করতেন অহনা জামানএসব বিষয় নিয়ে পারিবারিকভাবে একাধিকবার মীমাংসার বৈঠক হয়েছে। কিন্তু কোনো সমঝোতা হয়নি। এসব বিষয়ের প্রতিবাদ করায় ১৯ মে রাতে পরিবারের লোকজনের চোখ ফাঁকি দিয়ে অহনা জামান তার সন্তানদের সঙ্গে নিয়ে শাশুড়ির ঘর থেকে টাকা, স্বর্ণালংকারসহ মালামাল নিয়ে বাবার বাড়িতে চলে গেছেন।
এ ঘটনায় ২০ মে পারুল বেওয়া বাদী হয়ে ধুনট থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। ওই অভিযোগে অহনা জামান ও তার মা-বাবাকে আসামি করা হয়েছে।এ বিষয়ে অহনা জামানের সাথে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।নির্যাতনের শিকার বীর মুক্তিযোদ্ধার স্ত্রী