খাগড়াছড়ির মাটিরাঙ্গায় মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড উপজেলা ও পৌর শাখার উদ্যােগে নির্বাচন প্রস্তুতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।রোববার (১১ জুন) সকাল ১১ টার দিকে উপজেলা অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মুক্তিযোদ্বা সংসদ সন্তান কমান্ডের খাগড়াছড়ি জেলা শাখার সাধারন সম্পাদক তাজুল ইসলাম তাজু`র সঞ্চালনায় ও উপজেলা মুক্তিযোদ্ধা ভারপ্রাপ্ত কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা শাখার সহকারী কমান্ডার মো হানিফ হাওলাদার ও বিশেষ অতিথি ছিলেন সহকারী কমান্ডার সাংগঠনিক বীর মুক্তিযোদ্ধা সালামত উল্ল্যাহ মাষ্টার।এ সময় বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম বিডিআর, বীরমুক্তিযোদ্ধা কালা মিয়া,বীর মুক্তিযোদ্ধা আবদুল মান্নান, বীরমুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন, বীরমুক্তিযোদ্ধা হাজ্বী আবদুল মালেক, মাটিরাঙ্গা পৌর কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আবুল হাশেম,উপজেলা ভারপ্রাপ্ত কমান্ডার মোসলেম উদ্দিন, মো.হারুন মিয়া, সাবেক সভাপতি, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড খাগড়াছড়ি জেলা শাখা।
আরও পড়ুন ঃ
সভায় বক্তারা বলেন,আগামী জাতীয় সংসদ নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য সকলে ঐক্য বদ্ধ ভাবে কাজ করতে হবে, যে ভাবে ১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে দেশকে শত্রু মুক্ত করতে ঝাপিয়ে পড়েছিলাম,ঠিক সেই ভাবে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে আবার ও রাষ্ট্রীয় ক্ষমতায় এনে দেশের উন্নয়ন অব্যাহত রাখতে আমরা বীর মুক্তিযোদ্ধারা নিরলস ভাবে কাজ করবো, মুক্তিযোদ্ধাদের অভিযোগ মাটিরাঙা উপজেলা আওয়ামী লীগ ও পৌর আওয়ামী লীগ তাদের সকল কর্মকান্ড থেকে বঞ্চিত করে রেখেছেন,এমন হীন মনমানসিকতা থেকে বেরিয়ে আসার আহবান জানান।
বক্তারা আরও বলেন, নির্বাচন নিয়ে দেশ ও দেশের বাহিরে নানা মুখি ষড়যন্ত্র চলছে,স্বাধীনতা বিরোধী অপশক্তি গুলো আবার ও মাথা চাড়া দিয়ে উঠেছে,যাদের কাছে দেশের কেউ নিরাপদ নয়,তাই মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সকল সদস্যদের প্রতি আহবান জানিয়ে বলেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের আকাশচুম্বী সম্মানে ভুষিত করেছেন,সে ভাবে মাটিরাঙ্গা উপজেলার সাড়ে তিনশত মুক্তিযোদ্ধা পরিবারের সকল সদস্য নিরলস ভাবে কাজ করে বাংলাদেশ আওয়ামী লীগ কে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবার ও রাষ্ট্রীয় ক্ষমতায় আনার প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় উপজেলার সকল বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সকল সদস্য উপস্থিত ছিলেন।