বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া সদর-৩ আসনের সংসদ সদস্য র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরী বলেছেন, এদেশে আমরা আগের চেয়ে অনেক ভাল আছি।
তাহলে কেন মুক্তিযুদ্ধ বিরোধীদের হাতে দেশকে তুলে দেব। মুক্তিযুদ্ধ বিরোধীদের হাতে দেশকে তুলে দিলে আল মামুন সরকারের আত্মা তৃপ্তি পাবে না।বৃহস্পতিবার (১২ অক্টোবর) বিকেলে শহরের সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গণে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদ্য প্রয়াত সাধারণ সম্পাদক আল মামুন সরকারের স্মরণে শোক সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দেশে মুক্তিযোদ্ধার সন্তানরা আজ অবহেলিত
উবায়দুল মোকতাদির চৌধুরী বলেন, ‘যারা মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন, যেসব মা বোনেরা সম্মান হারিয়েছেন, যে সকল মুক্তিযোদ্ধারা মারা গেছেন তাদের প্রতি শ্রদ্ধার্থে নিজেদের ঐক্যকে বজায় রাখতে হবে। নৌকা মার্কায় ভোট দিয়ে স্বাধীনতার স্বপক্ষের শক্তিকে সরকার পরিচালনার ক্ষেত্রে সহযোগিতা অব্যাহত রাখতে হবে।’
সভায় আরও উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি হেলাল উদ্দিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু, বীর মুক্তিযোদ্ধা ওয়াসেল সিদ্দিক, জেলা জাসদের সভাপতি অ্যাডভোকেট আক্তার হোসেন সাঈদসহ বীর মুক্তিযোদ্ধারা।উল্লেখ্য, গত ২ অক্টোবর সকাল সাড়ে ৮টায় হৃদরোগে আক্রান্ত হয়ে ৬৭ বছরে বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার।
সূত্রঃসময়
