চট্টগ্রামের লোহাগাড়ার অসুস্থ তিন বীর মুক্তিযোদ্ধাকে আর্থিক সহায়তা দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইনামুল হাছান। এছাড়াও তাদের মিষ্টি ,বিছানার চাদর ও এক বস্তা চাল দেওয়া হয়েছে।
তারা হলেন বড়হাতিয়া ইউনিয়নের শফিকুর রহমান চৌধুরী, কলাউজান ইউনিয়নের কাজল কান্তি দাশ ও আব্দুর রশীদ। তারা দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন।
** ফরিদপুর জেলায় বীর মুক্তিযোদ্ধা চুরান্ত তালিকায় ২০২৩ বিস্তারিত।
** বীর মুক্তিযোদ্ধার পরিবারদের মাঝে পানির ট্যাংক বিতরণ।
** বীর মুক্তিযোদ্ধাদের হারিয়ে ফেলছি : প্রধানমন্ত্রী
লোহাগাড়া ইউএনও মো. ইনামুল হাছান বলেন, গণহত্যা দিবসে আমরা লোহাগাড়ার তিন বীর মুক্তিযোদ্ধাকে কিছু আর্থিক সহায়তা এবং খাদ্যসামগ্রী দিয়েছি, যাতে তারা চিকিৎসা সেবা নিতে পারেন। সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে তারা যাতে সুচিকিৎসা পান সে ব্যবস্থা করা হবে। এছাড়াও প্রত্যেক এলাকার বীর মুক্তিযোদ্ধাদের নামে রাস্তার নামকরণ করা হবে বলে জানান ইউএনও।
লোহাগাড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আখতার আহমদ সিকদার বলেন, ইউএনও ইনামুল হাছানের কার্যালয়ে বীর মুক্তিযোদ্ধাদের জন্য আলাদা চেয়ার আছে। তিনি তিন বীর মুক্তিযোদ্ধার বাড়িতে উপস্থিত হয়ে খোঁজ নিয়েছেন এবং সহযোগিতা করেছেন। বীর মুক্তিযোদ্ধাদের যেকোনো প্রয়োজনে তিনি এগিয়ে আসেন।
এ সময় উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা রিদুয়ানুল করিম, বড়হাতিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিজয় কুমার বড়ুয়া এবং কলাউজান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম এ ওয়াহেদ, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, সাংবাদিক পুষ্পেন চৌধুরী প্রমুখ।
সংবাদ সূত্রঃ দেশরুপান্তর ২৫ মার্চ।