বীর মুক্তিযোদ্ধার পরিবারদের মাঝে পানির ট্যাংক বিতরণ।
সুপেয় পানি সংরক্ষণের জন্য বাগেরহাটের মোরেলগঞ্জে ৮৫ জন বীর মুক্তিযোদ্ধার পরিবারকে পানির ট্যাংক দেওয়া হয়েছে। মাত্র ১৫৫০ টাকা সরকারি ফি দিয়ে ৩ হাজার লিটার পানি ধারণ ক্ষমতার ট্যাংকগুলো পেয়েছেন মুক্তিযোদ্ধারা।
শনিবার দুপুর ১টার দিকে স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আমিরুল আলম মিলন আনুষ্ঠানিকভাবে ট্যাংকগুলো হস্তান্তর করেন।
মুক্তিযোদ্ধা তালিকায় আছেন মেয়র, সংসদ সদস্য,মন্ত্রী,গেজেট জন্য সুপারিশ।
উপজেলা ওয়াটসান কমিটির উদ্যোগে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বরে ট্যাংক বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম তারেক সুলতান, মুক্তিযোদ্ধা কমান্ডার মো. লিয়াকত আলী খান, ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক ও জনস্বাস্থ্য প্রকৌশলী মো. মনিরুল ইসলাম উপস্থিত ছিলেন।
বীর মুক্তিযোদ্ধার সন্তানসহ আরো তিন ভাইয়ের বিরুদ্ধে মিথ্যা মামলা।