আরও একজন বার্ন ইনস্টিটিউটে ভর্তি সীতাকুণ্ডে দগ্ধ রোগী

 দেশের খবর 

আরও একজন বার্ন ইনস্টিটিউটে ভর্তি সীতাকুণ্ডে দগ্ধ রোগী


আরও একজন বার্ন ইনস্টিটিউটে ভর্তি সীতাকুণ্ডে দগ্ধ রোগী ।চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে আগুন ও বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আরও একজনকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। আজ বুধবার ভোর ৫টা ৩৫ মিনিটের দিকে তাঁকে ভর্তি করা হয়। হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে এসব তথ্য জানা গেছে।


বার্ন ইনস্টিটিউটে নতুন ভর্তি হওয়া রোগীর নাম মো. শরীফ। বয়স ১৮ বছর। এ নিয়ে সীতাকুণ্ডে বিস্ফোরণের ঘটনায় ঢাকায় এনে চিকিৎসা দেওয়া আহত ব্যক্তির সংখ্যা ২০-এ দাঁড়াল।

আরও পড়ুনঃজার্মানি পড়েছে এবার বিপদে, খরচ বাড়বে ৫.৪ বিলিয়ন ডলার।

আজ বুধবার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের একটি প্রতিনিধিদলের রাজধানীর চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে যাওয়ার কথা আছে। সীতাকুণ্ডের ঘটনায় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসাধীন রোগীদের দেখতে যাবে দলটি। ওই প্রতিনিধিদলে আছেন ডা. সামন্ত লাল সেন, ডা. আইউব ও ডা. হেদায়েত।


গত শনিবার রাত সোয়া নয়টার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের কেশবপুর এলাকায় বিএম কনটেইনার ডিপোতে আগুন থেকে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে।

আরও পড়ুনঃআসছে বাজেট ২০২২-২০২৩।১০ টাকার চাল ১৫ টাকা হবে

আগুনে পুড়ে এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের ৯ সদস্যসহ নিহত হয়েছেন ৪৪ জন। অবশ্য চট্টগ্রাম জেলা প্রশাসন ও স্থানীয় সিভিল সার্জনের কার্যালয় গত রোববার রাতে মৃত মানুষের সংখ্যা ৪৯ বলেছিল। সোমবার তারা বলেছে, গণনার সময় ভুল হয়েছিল।


অগ্নিকাণ্ডের এ ঘটনায় আহত হয়েছেন ফায়ার সার্ভিস, পুলিশ সদস্য, ডিপোর কর্মকর্তা-কর্মচারী, শ্রমিকসহ দুই শতাধিক।


সূত্রঃপ্রথম আলো ৮ জুন।

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম