মুক্তিযোদ্ধাদের জাল পরিচয়পত্র বাতিলের প্রক্রিয়া অব্যাহত থাকবে।
বীরাঙ্গনা ছাড়া সারাদেশে মুক্তিযোদ্ধাদের জাল পরিচয়পত্র বাতিলের প্রক্রিয়া বন্ধ থাকলেও অভিযোগের ভিত্তিতে মুক্তিযোদ্ধাদের জাল পরিচয়পত্র বাতিলের প্রক্রিয়া অব্যাহত থাকবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ কিউ এম মোজাম্মেল হক। আগামী ডিসেম্বর পর্যন্ত প্রবাসীরা বীর মুক্তিযোদ্ধা হওয়ার আবেদন করতে পারবেন বলে জানান মন্ত্রী।
রোববার (২৬ জুন) মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এ কথা বলেন। বীর মুক্তিযোদ্ধাদের তালিকা হালনাগাদ করা হচ্ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, "কিছু আপিল আছে যেগুলো আগে পাস হয়নি। সেগুলো শুনলেই বহাল থাকবে। তবে নতুন করে কেউ আবেদন করতে পারবেন কি না সেটাই প্রশ্ন। মুক্তিযোদ্ধা? বাংলাদেশের অভ্যন্তরে যারা বীরাঙ্গনা ছাড়া আর কেউ মুক্তিযোদ্ধা হওয়ার আবেদন করতে পারবেন না।স্বাধীনতার ৫০ বছর পর তা পুরোপুরি বন্ধ হয়ে গেছে।তবে যারা প্রবাসে আছেন তাদের জন্য এই সুযোগ উন্মুক্ত।আগামী পর্যন্ত খোলা থাকবে। ডিসেম্বর। তাদের দূতাবাসের মাধ্যমে নির্ধারিত ফরমে আবেদন করতে হবে।'
তিনি বলেন, কেউ জোর দিয়ে বলতে পারবে না যে কোনো ভুয়া মুক্তিযোদ্ধা নেই। আমরাও পারি না। আমরা এক বছর আগে প্রকাশ করেছি কে কোন থানায় মুক্তিযোদ্ধা। কেউ অভিযোগ না করলে আমাদের কিছু করার নেই। 'উপজেলা সবসময় সঠিক সিদ্ধান্ত নেয় - এটা আমরা 100% নিশ্চিত করে বলতে পারি না। কারণ যারা দায়িত্বে আছেন তারা ভুল করেন না, ভুল করেন না, তা নয়। তবে আইনে বলা হয়েছে, কেউ যদি মনে করেন আমি উপজেলায় ন্যায়বিচার পাইনি, তাহলে তিনি জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলে আপিল করতে পারবেন। একইভাবে উপজেলার কাউকে মুক্তিযোদ্ধা বানানো হলে বা সুপারিশ করা হয়। তাদের সুপারিশে গেজেট হলে তার বিরুদ্ধে অভিযোগ করার সুযোগ রয়েছে। '
মন্ত্রী বলেন, ইতোমধ্যে ১১ হাজারের বেশি ভুয়া মুক্তিযোদ্ধা সনদ বাতিল করা হয়েছে। মন্ত্রী বলেন, বিএনপি নেতৃত্বাধীন সরকার 2001 থেকে 2005 সাল পর্যন্ত নিয়ম লঙ্ঘন করে অনেক মুক্তিযোদ্ধাকে সনদ দিয়েছে।
মোজাম্মেল হক বলেন, 'সুতরাং আমি মুক্তিযোদ্ধাদের বলব, আপনাদের উপজেলায় যদি এমন কেউ থাকেন যিনি মুক্তিযুদ্ধ করেননি, কিন্তু মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্ত হন, তাকে শুনানির মাধ্যমে আসামি করা হলে এবং তা শুনানির মাধ্যমে প্রমাণিত হয়। , তাহলে তার গেজেট বাতিল হয়ে যাবে। এর কার্যক্রম চলছে।