মুক্তিযোদ্ধার তিনবিঘা জমির ফসল নষ্ট করে জমি দখল

 ###

পাবনার ঈশ্বরদীতে মো. আবুল কালাম (৭৫) নামে এক বীর মুক্তিযোদ্ধার তিনবিঘা জমির পাকা ভুট্টা ট্রাক্টর দিয়ে নষ্ট করে জমি দখলের অভিযোগ উঠেছে।বুধবার (৩১ মে) দুপুর ১টার দিকে উপজেলার লক্ষ্মীকুন্ডা ইউনিয়নের কৈকুন্ডা গ্রামের পদ্মার চরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।


অভিযোগ সূত্রে জানা যায়, ঈশ্বরদীর লক্ষীকুন্ডা ইউনিয়নের কৈকুন্ডা গ্রামের বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম দীর্ঘ ৩৫ বছর ধরে পদ্মার চরের তিনবিঘা খাস জমিতে চাষাবাদ করে আসছেন। বুধবার দুপুর ১টার দিকে দাদাপুর গ্রামের মো. উজ্জ্বল (৪০), মো. আতিয়ার (৩৫), মো. আনজেল (৩০), রাজন খাঁসহ (৩৫) ১০-১২ জনের একটি দল জমি দখলের উদ্দেশ্যে ট্রাক্টর দিয়ে পাকা ভুট্টা নষ্ট করেন। একই সঙ্গে গভীর নলকূপের পাইপ ভেঙে দেন। এ সময় জমিতে ভুট্টা পরিচর্যা কাজে থাকা শ্রমিকদের অকথ্য ভাষায় গালাগালিসহ প্রাণনাশেরও হুমকি দেন তারা।

মুক্তিযোদ্ধার তিনবিঘা জমির ফসল  নষ্ট করে জমি দখল

ভুক্তভোগী কৃষক বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম বলেন, দীর্ঘ ৩৫ বছর ধরে চরের এ খাস জমিতে আবাদ করে আসছি। জমি-জমা সংক্রান্ত কোনো শত্রুতা নেই, কিন্তু হঠাৎ করে এ জমি দখলের জন্য ষড়যন্ত্র করে আমার তিনবিঘা জমির পাকা ভুট্টা ট্রাক্টর চালিয়ে নষ্ট করে দিয়েছে। কৃষিকাজের ওপর নির্ভর করেই জীবিকা নির্বাহ করি। কিছুদিন পরই ভুট্টা তোলার কথা ছিল। কিন্তু এ সময় এমন ক্ষতি মানতে পারছি না। দোষীদের সুষ্ঠু বিচার ও ক্ষতিপূরণ দাবি জানাচ্ছি।আবুল কালামের ছেলে আশরাফ হোসেন বলেন, তিনবিঘা জমিতে পাকা ভুট্টা এভাবে নষ্ট করাতে আমাদের অনেক ক্ষতি হয়েছে। এ ক্ষতি কীভাবে পূরণ করবো বুঝতে পারছি না।ভুট্টার ক্ষেতে কাজ করা শ্রমিক জীবন হোসেন বলেন, এ জমিতে আমরা দীর্ঘদিন কাজ করি। এ জমি বীর মুক্তিযোদ্ধা কালাম চাচা চাষাবাদ করে আসছেন। কেউ কখনো এ জমির ওপর নজর দেয়নি। হঠাৎ দলবেঁধে লোক এসে পাকা ভুট্টার ক্ষেত নষ্ট করলো।

কৈকুন্ডা গ্রামের বাসিন্দা সুজাউল ইসলাম বলেন, কৃষক আবুল কালাম একজন বীর মুক্তিযোদ্ধা। তার আবাদ করা ফসল এভাবে নষ্ট করায় তীব্র নিন্দা জানাচ্ছি।

অভিযুক্ত উজ্জল বলেন, ভুট্টার জমি নষ্ট করা হয়েছে এটা সত্য। এটা আমাদের ভুল সিদ্ধান্ত ছিল। তাই আমরা ক্ষতিপূরণের জন্য প্রস্তাব দিয়েছি। তবু তিনি থানায় অভিযোগ দিয়েছেন। বিষয়টি সমাধানের জন্য এলাকার জনপ্রতিনিধিদের কাছে গিয়েছিলাম। তারা আশ্বস্ত করেছেন গ্রাম্য বৈঠকের মাধ্যমে সমাধান করবেন।লক্ষ্মীকুন্ডা ইউনিয়নের চেয়ারম্যান আনিসুর রহমান শরীফবলেন, কৃষক কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে জমিতে ফসল ফলায়। এ ফসল যদি কেউ ষড়যন্ত্র করে নষ্ট করে ফেলে তা মেনে নেওয়া অত্যন্ত দুঃখজনক। আমি এ ঘটনার তীব্র নিন্দা ও দোষীদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি দাবি করছি।


অভিযোগের তদন্তকারী কর্মকর্তা ঈশ্বরদী থানার উপ-পরিদর্শক (এসআই) সুজন কুমার জাগো নিউজকে বলেন, ভুট্টার জমি ট্রাক্টর দিয়ে নষ্ট করার বিষয়ে আবুল কালাম নামের এক কৃষক একটি লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম