অবশেষে রাবিন্দ্র আর মিচেলের জুটি ভেঙে স্বাগতিক শিবিরে স্বস্তি

 

অবশেষে রাবিন্দ্র আর মিচেলের জুটি ভেঙে স্বাগতিক শিবিরে স্বস্তি।


১৫২ বলে ১৫৯। রাচিন রাবিন্দ্র আর ড্যারেল মিচেলের মারকুটে জুটিটি রীতিমত চোখ রাঙাচ্ছিল ভারতকে। অবশেষে এই জুটি ভেঙে স্বাগতিক শিবিরে স্বস্তি ফেরালেন মোহাম্মদ শামি।

অবশেষে রাবিন্দ্র আর মিচেলের  জুটি ভেঙে স্বাগতিক শিবিরে স্বস্তি


শামির অফকাটারের লোভে পড়ে লংঅনে ছক্কা হাঁকাতে গিয়েছিলেন রাবিন্দ্র। শুভমান গিল নেন সহজ ক্যাচ। ৮৭ বলে ৬ বাউন্ডারি আর ১ ছক্কায় ৭৫ রান করে সাজঘরে ফেরেন রাবিন্দ্র।এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৪ ওভার শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ ৩ উইকেটে ১৮০ রান। ড্যারেল মিচেল ৭৬ আর টম লাথাম ১ রানে অপরাজিত আছেন।

নিউজিল্যান্ডের বিপক্ষে হার্দিক পান্ডিয়াকে পাচ্ছে না ভারত।

দুই দলই নিজেদের প্রথম চার ম্যাচে জিতেছে। আত্মবিশ্বাসে ভরপুর। ভারত আর নিউজিল্যান্ডের লড়াইটি তাই এখন দাঁড়িয়েছে শ্রেষ্ঠত্ব প্রমাণ করার।ধর্মশালায় গুরুত্বপূর্ণ এই লড়াইয়ে টস জিতেছে ভারত। প্রথমে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা।


অধিনায়কের সিদ্ধান্তের যথার্থতা প্রমাণ করে শুরুতেই কিউইদের চেপে ধরেন ভারতীয় বোলাররা। ১৯ রানের মধ্যে ২ উইকেট তুলে নেয় তারা।মোহাম্মদ সিরাজের বলে ডেভন কনওয়ে শূন্য রানেই ক্যাচ দিয়ে ফেরেন। ২৭ বলে ১৭ করা উইল ইয়ংককে বোল্ড করেন মোহাম্মদ শামি।তবে শুরুর সেই বিপদ দারুণভাবে কাটিয়ে উঠেন রাচিন রাবিন্দ্র আর ড্যারেল মিচেল।

জাগোনিউজ২৪ 

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম