বাজেটে মুক্তিযোদ্ধা সংসদের জন্য আরও বরাদ্দ প্রত্যাশা সৈনিক টিভি

 

এবারের বাজেটে মুক্তিযোদ্ধা সংসদের জন্য আরও বরাদ্দ প্রত্যাশা করছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। 


তিনি বলেন, সবাই সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিয়ে প্রধানমন্ত্রীকে সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদের বিভিন্ন সুযোগ-সুবিধা বাড়ানোর কথা বলেছি। কারণ, মুক্তিযোদ্ধাদের এটা প্রাপ্য। একসময় আমাদের রাষ্ট্রে এই সক্ষমতা ছিল না। আজকে রাষ্ট্রের সক্ষমতা হয়েছে।

বাজেটে মুক্তিযোদ্ধা সংসদের জন্য আরও বরাদ্দ প্রত্যাশা

আরও পড়ুন ঃবীর মুক্তিযোদ্ধা ব্যাংক ঋন

মঙ্গলবার রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে ‘বীর মুক্তিযোদ্ধা ঈদ পুনর্মিলনী’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।সংগঠনের সভাপতি শাজাহান খানের সভাপতিত্বে পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আ ক ম মোজাম্মেল হক। এতে আরও বক্তব্য দেন ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন এমপি, মোস্তাফিজুর রহামান ফিজার এমপি, আবদুল ওয়াহেদ পাটোয়ারী প্রমুখ।

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম